As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 770

হাদীস

প্রকাশকাল: 9 মার্চ 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম! নিন্মের বাণীটি কি হাদীস নাকি কোরআনের আয়াত? কোরআনের আয়াত হলে তার সূরা আয়াত নম্বর কত আর হাদিস হলে কোন কিতাবের, কত অধ্যায়ের, কত নম্বর হাদিস? *বাণী- তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমলেই নাজাত পাবে। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উক্ত বাণীটি হাদীসের। হাদীসটির আরবী পাঠ দেখুন: اخلص دينك يكفك العمل القليل । মুসতাদরক হাকিম, হাদীস নং ৭৮৪৪।তবে হাদীসটি সহীহ নয়, যয়ীফ। হাফেজ জাহাবী রাহ. বলেছেন, সহীহ নয় (তালীক, মুসাতাদরক), আর শায়খ আলবানী রাহ. বলেছেন যয়ীফ (সিলসিলাতুয যয়ীফাহ, হাদীস নং ২১৬০।