As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 770

হাদীস

প্রকাশকাল: 9 Mar 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম! নিন্মের বাণীটি কি হাদীস নাকি কোরআনের আয়াত? কোরআনের আয়াত হলে তার সূরা আয়াত নম্বর কত আর হাদিস হলে কোন কিতাবের, কত অধ্যায়ের, কত নম্বর হাদিস? *বাণী- তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমলেই নাজাত পাবে। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উক্ত বাণীটি হাদীসের। হাদীসটির আরবী পাঠ দেখুন: اخلص دينك يكفك العمل القليل । মুসতাদরক হাকিম, হাদীস নং ৭৮৪৪।তবে হাদীসটি সহীহ নয়, যয়ীফ। হাফেজ জাহাবী রাহ. বলেছেন, সহীহ নয় (তালীক, মুসাতাদরক), আর শায়খ আলবানী রাহ. বলেছেন যয়ীফ (সিলসিলাতুয যয়ীফাহ, হাদীস নং ২১৬০।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।