As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 743
আমার জানা মতে একজন বালক এর জন্য ১০ বছর থেকে রোজা ফরয হয়। উপরের তত্ত্ব-মতে আমার ৬ বছরের রোজা কাযা রয়েছে। এখন আমি সেই ৬ বছরের রোজা কিভাবে আদায় করবো?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 743

প্রশ্ন

আমার জানা মতে একজন বালক এর জন্য ১০ বছর থেকে রোজা ফরয হয়। উপরের তত্ত্ব-মতে আমার ৬ বছরের রোজা কাযা রয়েছে। এখন আমি সেই ৬ বছরের রোজা কিভাবে আদায় করবো?

উত্তর

১০ বছর থেকে নয়, যখন আপনি বালেগ (প্রাপ্তবয়স্ক) হয়েছেন তখন থেকে আপনার উপর সিয়াম ফরজ। ছেলেরা সাধারনত ১২-১৪ বছরের মধ্যে বালেগ হয়্। আপনার যে কয় দিন রোজা রাখেন নি সে কয় দিন রোজা রেখে দিবেন। রমজান বাদে বছরের যে কোন সময় রাখলেই হবে। এভাবে হিসাব করে আপনি বিগত দিনের সিয়াম পালন করবেন।