আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 738

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 ফেব্রু. 2008

প্রশ্ন

যাকাতুল ফিতরের পরিমান কত এবং তা রমযানের কত তারিখ থেকে দেওয়া যায়? কুরআন-সুন্নাহ এবং আয়িম্মায়ে মুজতাহিদদের মতামত সহ বিস্তারিত জানতে চাই।

উত্তর

সদাকাতুল ফিতর গম বা আটা বাদে অন্যান্য সকল ক্ষেত্রে এক সা, যা বর্তমান মাপে সাড়ে তিন কেজির মত। আর গম বা আটার ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন. অর্ধ সা (এক কেজি সাতশ গ্রামের মত), আবার কেউ বলেন, এক সা। যারা এক সা বলেন তাদের দলীল, ইবনে উমার রা. বলেন, রা. فرض رسول الله صلى الله عليه و سلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة অর্থ: রাসূলুল্লা সা. সদকাতুল ফিতর ফরজ করেছেন এক সা. (সাড়ে তিন কেজির মত ) খেজুর অথবা জব। স্বাধীণ, গোলাম, নারী, পুরুষ, ছোট-বড় প্রতিটি মুসলিমের উপর। এবং তিনি ঈদের সালাতে বের হওয়ার পূর্বেই ফিৎরা আদায় করার নির্দেশ দিয়েছেন। সহীহ বুখারী, হাদীস নং ১৪৩২। প্রতিটি বস্তুর ক্ষেত্রে যেহেতু এক সা সুতরাং গমের ক্ষেত্রেও এক সা হবে। উল্লেখ্য রাসূলুল্লাহ সা. থেকে স্পষ্ট নেই যে, গমের ক্ষেত্রে কতটুকু দিতে হবে। আর যারা বলেন অর্ধ সা (এক কেজি সাতশো গ্রামের মত) তাদের দলীল: ইবনে উমার রা. বলেন, فرض النبي صلى الله عليه و سلم صدقة الفطر أو قال رمضان على الذكر والأنثى والحر والمملوك صاعا من تمر أو صاعا من شعير فعدل الناس به نصف صاع من بر অর্থ: রাসূলুল্লা সা. সদকাতুল ফিতর ফরজ করেছেন (কিংবা ইবনে উমার বলেনে, রমজান মাসে ফরজ করেছেন) এক সা. (সাড়ে তিন কেজির মত ) খেজুর অথবা জব। স্বাধীণ, গোলাম, নারী, পুরুষ, ছোট-বড় প্রতিটি মুসলিমের উপর। আর লোকেরা এর স্থলে অর্ধ সা (প্রায় এক কেজি সাতশো গ্রাম) গম দিতো। সহীহ বুখারী হাদীস নং ১৪৪০। এই হাদীসে আমরা স্পষ্ট জানতে পারলাম যে, সাহাবীরা অর্ধ সা গম দিতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সা. থেকে ফিতরার ক্ষেত্রে গমের পরিমান স্পষ্ট বর্ণিত নেই তবে সাহাবীদের থেকে স্পষ্ট বর্ণিত আছে যে অর্ধ সা। আর প্রথম হাদীস থেকে আমরা জানতে পারলাম যে, ঈদের সালাতে আসার পূর্বেই যাকাতুল ফিতর আদায় করতে হবে। উক্ত হাদীস থেকে যাকাতুল ফিতর ইদুল ফিতরের দিন দেওয়া উত্তম বলে হাদীস থেকে মন হয়। তবে ঈদের দুই-পাঁচ দিন আগেও দিতে পারেন। এর আগে দেওয়া ঠিক হবে না। কেননা এই দানের নামই যাকাতুল ফিতর। আগে দিলে তারা ঈদুল ফিতরের আনন্দের কাজে তারা নাও ব্যবহার করতে পারে।