As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7375

বিবাহ-তালাক

প্রকাশকাল: 2 Dec 2025

প্রশ্ন

আমার স্বামী আমাকে বিয়ের সময় ২ টি শর্তে আমাকে তালাক গ্রহনের অনুমতি দেন।১ টি হলো ভরনপোষণ না দিলে অন্যটি হলো দাম্পত্য জীবনে সুখি না হলে। আমার স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর কিছু দিন ধরে আমি তালাক নিয়ে অনেক ওয়াসওয়াসায় ভুগছি এতে আমি মানসিক অশান্তিতে আছে।আমি সারাদিন মনে মনে বলি আমি তালাক গ্রহন করলাম, আমি ২-৩ বার এই লাইন মুখে উচ্চারণও করি তখন কেও সামনে ছিলো না। থাকলে অবশ্যই শুনতো।আমি কখনোই চাইনি আমার তালাক হোক। এই লাইন আমি আমার স্বামীর দেওয়া শর্ত পুরন হয়েছে তাই বলি নি।বরং আমি বলেছি অতিরিক্ত ওয়াসোয়াসার জন্য। আমার প্রশ্ন হলো উচ্চারন করে এভাবে তালাক গ্রহনের কথা বলায় কি আমার তালাক হয়েছে?

 

উত্তর

সামনে থেকে সাবধান থাকবেন। এ রকম আর করবেন না। ঝগড়া-মনোমালিন্য হতেই পারে, হয় আবার সমাধান্ও হয়। সুতরাং ঝগড়ার কারণে এসব করবেন না। আর তালাক বিষয়ে পিতা-মাতার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হয়ে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।