রাসূলের সুন্নাহ থেকে পাই যে, সন্ধ্যার সময় বিসমিল্লাহ বলে দরজা, জানালা বন্ধ করতে হবে এবং ঘুমানোর সময়ও বন্ধ করে ঘুমাতে হবে। কিন্তু গ্রীষ্মপ্রধান দেশে তো অতিরিক্ত গরমের জন্য সন্ধ্যার কিছুটা পরে আবার দরজা, জানালা খুলে দেওয়া লাগে এবং রাতেও এগুলো গরমের জন্য খুলেই রাখতে হয়। এ অবস্থায় কিভাবে রাসূলের সুন্নাহ পালন করতে পারবো এবং দুষ্ট জ্বীন থেকেও হিফাজত পাবো?