As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7369

যিকির দুআ আমল

প্রকাশকাল: 20 Oct 2025

প্রশ্ন

রাসূলের সুন্নাহ থেকে পাই যে, সন্ধ্যার সময় বিসমিল্লাহ বলে দরজা, জানালা বন্ধ করতে হবে এবং ঘুমানোর সময়ও বন্ধ করে ঘুমাতে হবে। কিন্তু গ্রীষ্মপ্রধান দেশে তো অতিরিক্ত গরমের জন্য সন্ধ্যার কিছুটা পরে আবার দরজা, জানালা খুলে দেওয়া লাগে এবং রাতেও এগুলো গরমের জন্য খুলেই রাখতে হয়। এ অবস্থায় কিভাবে রাসূলের সুন্নাহ পালন করতে পারবো এবং দুষ্ট জ্বীন থেকেও হিফাজত পাবো?

উত্তর

গরমের কারণে প্রয়োজনে দরজা জানালা খুলে রাখা যাবে। আশা করি আল্লাহ তায়ালা সুন্নাহর সওয়াব দেবেন। তবে নিরাপত্তার কথা মাথায় নিয়ে খুলবেন, যাতে চোর-ডাকাত না আসতে পারে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।