As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7366

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 Oct 2025

প্রশ্ন

আমার পরিবারে আমরা তিনভাই।আমি সবার ছোট।আমার মা ৪ লক্ষ টাকা ঋণ করেছে বিভিন্ন সময়ে এখন আমার আব্বুর ইনকাম নাই।সাথে ভাইয়েরাও ঋণ দিতে পারবেনা।আমি সদ্য মাস্টার্স শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছি।এমতাবস্থায় একসাথে আমার এত টাকা ঋণ দেওয়াও সম্ভব নয়। যেহেতু আমার অত ইনকাম নাই।টিউশনি করি নিজে চলার জন্য। আমি চাচ্ছিনা কোনভাবে লোনের সাথে সম্পর্কিত হতে কিন্তু মানুষ প্রতিদিন বাড়িতে এসে ঋণের টাকার জন্য নানাখারাপ ব্যবহার করে।অন্য কোনো উৎসও নেই যিনি আমাকে দিবে।এমতাবস্থায় আমি চাচ্ছি অল্প অল্প করে লোন নিয়ে ঋণ শোধ করতে আর লোনের টাকা টিউশন করে পরিশোধ করতে। এ সম্পর্কিত কোনো ফোতয়া থাকলে জানানোর অনুরোধ। এমতবস্থায় আমি কি করতে পারি

আমি মানসিকভাবে ভেঙে পড়েছি।

উত্তর

নতুন করে লোন নিলে সমস্যা বাড়তেই থাকবে। সুদের ভিতর ঢুকে পড়লে তার সমস্যা বাড়তেই থাকে, কমে না। সুতরাং সবচেয়ে ভালো হয় জমি বা স্থাবর কোন সম্পদ থাকলে সেটা বিক্রি করে লোন পরিষোধ করবেন। তারপর আপনাদের যে উপার্জন হয় তা দিয়ে সংসার চালানো। লোন ঘাড়ে নিয়ে এভাবে চলা কঠিন, মানসিক দিক দিয়ে ভাল থাকা যায় না। যদি সেরকম সম্পদ না থাকে তাহলে টিউশনি করে লোন পরিষোধ করুন। যারা টাকা পায় তাদের কাছে সময় নিন, ধীরে ধীরে পরিষোধ করার চেষ্টা করুন।  কোনভাবেই নতুন করে ঋন নিবেন না। আল্লাহর কাছে আগের পাপের জন্য প্রার্থনা করুন এবং দ্রুত পাপ থেকে বের হওয়ার দুআ করবেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।