As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7365

বিবাহ-তালাক

প্রকাশকাল: 19 Oct 2025

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, একটি মেয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছিলো। বিয়ের কথা বার্তা বলার জন্য আমার পরিবার মেয়ের বাসায় যায়। আমি আমার মায়ের দ্বারা মেয়ের পরিবারকে জানাই যে বিয়ের পর মেয়েকে পরিপূর্ণ পর্দা করতে হবে এবং পরপুরুষের সামনে যাওয়া যাবে না, বিয়ের আয়োজন ছোট হবে ( সুন্নাহ মোতাবেক) । পরবর্তীতে জানতে পারি মেয়ের পরিবার আমার এই কথাগুলো ভালো ভাবে নেয়নি। তারা বলে তাদের মেয়ে গরু নাকি যে একটা ছেলে এভাবে বেঁধে রাখে! এখন আমার পুরো পরিবার আমার বিপক্ষে, ভুল নাকি আমার ছিলো, আমার এগুলো শর্ত দেওয়া উচিত হয়নি! আমি পাগল, আমার কখনো বিয়ে হবে না এসব বলছে।

আসলেই কি আমার ভুল ছিল? আমার চাওয়া বিয়ের আগে এভাবে জানানো কি ভুল ছিল? আমি তো কোনো খারাপ চাওয়া রাখিনি!

 

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার চাওয়া ঠিকই আছে। ‍কিন্তু স্থান-কাল-পাত্র ভেদে উপস্থাপন পদ্ধতি আলাদা হতে হবে।  যে মেয়ের কাছে প্রস্তাব নিয়ে গেছেন সে যদি ইসলাম অনুযায়ী চলতে অভ্যস্ত না হয, তার পরিবার যদি তার মতই হয়, তাহলে তারা তো আপনার চাওয়া মানবে না। আপনার আম্মাও যদি ইসলাম-পর্দা না ‍বুঝে তাহলে তো সঠিকভাবে পর্দার গুরুত্ব বুঝাতে পারবে না। সুতরাং আপনি আরো সময় নিয়ে তাদেরকে পর্দার বিষয়টি বোঝেনোর যোগ্যতা অর্জন করে তারপর বিবাহ করুন। যে সব মেয়ে আগে থেকেই পর্দা করে, ইসলাম মানে তাদের কাছে প্রস্তাব নিয়ে যাবেন, তাদেরকে বিবাহ করবেন। যে পরিবার পর্দা করলে গরু হওয়া মনে করে সেসব পরিবারে বিবাহ করবেন না। তাদেরকে নিয়ে শান্তিতে থাকতে পারবেন না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।