As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7364

হালাল হারাম

প্রকাশকাল: 19 Oct 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একজন বিবাহিত মেয়ে। আমার হাজবেন্ড সম্প্রতি বিদেশে গিয়েছেন।৩০/৯/২৫ ইং তারিখে আমি আমার ননদ এর সাথে বড় ননদ এর বাসায় এসেছি। তাদের এখানে পূজা উপলক্ষে মেলা বসেছে। আমি মেলাতে যেতে ইচ্ছুক ছিলাম না।আমি পর্দা করার চেষ্টা করি।তো শয়তানের বর্শবর্তি হয়ে আমি আমার দুই ননদের সাথে মেলাতে গিয়েছি এবং সেখানে আমরা বাচ্চাদের জন্য কিছু খেলনা ও আমাদের বড়দের জন্য খাবার কিনেছি।কিন্তু ওখানে যাওয়ার পর আমার খুবই খারাপ লাগছিল যে এটা আমি কি করলাম।আমি আসতাগফিরুল্লাহ পড়ছিলাম।তো আমি ওখান থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করেছিলাম।ভিড়ের কারনে পুরুষ মানুষের সাথে সামান্য গায়ে লেগেছে যা আমাকে বার বার পীড়া দিচ্ছে। আমার স্বামী এসব জায়গায় যাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন। তিনি শুনলে অনেক রাগ করবেন যেটা স্বাভাবিক। কিন্তু আমার আরও খারাপ লাগছে যে আল্লাহ পাক না জানি আমাকে কত লানত করছেন।আমি অন্তর থেকে আল্লাহর কাছে মাফ চাচ্ছি।মনে কোনো শান্তি পাচ্ছি না।এ অবস্থায় কি করণীয় একটু জানাবেন দয়া করে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শিরকী অনুষ্ঠানে যাওয়ার কারণে আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ভবিষ্যতে কোন পাপ কাজের জড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। এটা নিয়ে মানসিক চাপে থাকবেন না, স্বাভাবিকভাবে সকল কাজকর্ম ও ইবাদত করবেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।