As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7361

বিবাহ-তালাক

প্রকাশকাল: 13 Oct 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ছেলে আর মেয়ের বিয়ের ৫ বছর হয়েছে। স্টুডেন্ট অবস্থায় দুজনের পারিবারিক ভাবে বিয়ে হয়।ছেলে মেধাবী অনেক পরিশ্রমী এখন একজন সফল ব্যবসায়ী কিন্তু বউকে একদমই সময় দিত না।এর মাঝে ছেলের ফ্যামিলির নানাবিধ কারণে মেয়ে অনেক কষ্ট পায়, ছেলেরও কিছু ভুল স্টেপ ছিল, কিছু মিথ্যা কথা ছিল যা পরবর্তীতে জেনে মেয়ে প্রচন্ড কষ্ট পায়। এরপর মেয়ে ছেলেকে খোলা তালাকের নোটিশ পাঠায় ২৪ সালের নভেম্বরে ।ছেলে তালাক দিতে অস্বিকৃতি জানালে মেয়ে খুব কড়া মেসেজের মাধ্যমে বাধ্য করে ছেলেকে যেন তালাক দেয়।তখন ছেলে মেয়েকে থামানোর নিয়তে মেয়েকে মেসেজে লিখে (হবুহু লিখে দিচ্ছি),”৩ তালাক দিলাম আপনাকে,তালাক তালাক তালাক।আমাকে আর কথা শুনায়েন না, চলে যান” । আর মেয়ে এখনও চায় না সেই ছেলের সংসার করতে। এমতাবস্থায় ছেলের মনের নিয়ত আর মেসেজে লেখা কথাগুলোর কারণে কি তালাক হয়ে গেছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তালাকের নিয়ত ব্যতিত শুধু লেখার মাধ্যমে তালাক পতিত হয় না। তবে নিয়তসহ লিখলে তালার হয়ে যায়। বিষয়টি দুই পরিবারের অভিভাবকরা মিমাংসা  করবেন। যদি কোনভাবে মিমাংসা না হয় তখন তালাকের দিকে যেতে হবে।  এক তালাক দেয়ার মাধ্যমেই তালাক হয়ে যায়। সুতরাং একের বেশী যাওয়ার দরকার নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।