আসসালামু আলাইকুম। ডাস্টবিন এ যেসব নবজাতক কে তাদের অভিভাবক ফেলে যায়,তাদের তো কোনো পরিচয় থাকে না। সেক্ষেত্রে কোনো দম্পতি (দুধ মা-বাবা হিসেবে) জন্ম সনদ ও সমাজ এ নিজেদের পরিচয় দিয়ে ঐ বাচ্চাকে বড় করতে পারবে কি?? কারণ জন্ম পরিচয় ছাড়া তো বাচ্চা গুলো পথশিশু হিসেবে বেড়ে ওঠে এবং সকল সরকারি সুবিধা থেকে বণ্চিত হয়।