বিয়ের জন্য একটা মেয়েকে পছন্দ করছি। খবর নিতে গিয়ে জানতে পারলাম মেয়ের পরিবার মাজার পন্থি। কিন্তু মেয়ে সেগুলো পছন্দ করে না এবং মাজার এর কোন অনুষ্ঠানে যায় না। এখন এই পরিবারে কি আত্মীয়তা করা যাবে? ইসলাম কি বলে?
উত্তর
মেয়ে যদি সঠিক আকীদার হয় তাহলে বিয়ে জায়েজ হবে। তবে পরিবারের সবাই যদি বিদআতি হয় তাহলে মেয়ে সঠিক আকীদার হওয়া কঠিন। ভালো করে যাচাই করে সিদ্ধান্ত নিবেন। সঠিক আকীদার না হলে বিবাহ করবেন না।