আসসালামু আলাইকুম। আমি আমার বাবার অনুপ্সথিতিতে বিয়ে করি।আমার বাবা বা পরিবারের কেউ এখনো জানে না।ছেলের বাড়ির কেউও জানে না।তাদের আর্থিক অবস্থা আমাদের চেয়ে অনেক খারাপ। এভাবে সবকিছু গোপন রাখা আর বারবার বলেও তাদের বাড়ি না করার কারণে ১.৫ বছর পর এসব বিষয় নিয়ে ঝামেলা হওয়ার এক পর্যায়ে আমি তালাক চাই।সে অনেকক্ষন সহ্য করলেও পরে ফোন এ রাগের মাথায় আমাকে একসাথে তিন তালাক দেয়। এখন হানাফি মত বাদে বাকি তিন ইমামের মতে আর সালাফিদের মতে অভিভাবক ছাড়া বিয়ে জায়েজ না। আমারা যদি একসাথে থাকতে চায় বাকি তিন ইমামের মত কে প্রাধান্য দিয়ে অভিভাবক এর সম্মতিতে উপ্সথিতিতে আবার বিয়ে করে একসাথে থাকা জায়েজ হবে কি? নাকি গুনাহগার হব? বাকি তিন ইমামের মত নিয়ে চলা যাবে কি?