As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7354

প্রকাশকাল: 20 Sep 2025

প্রশ্ন

মায়ের সাথে কোন ভাই খারাপ ব‍্যবহার করলে অন‍্য ভাইরা তার সাথে কথাবার্তা না বললে অথবা ভালো সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে? উল্লেখ্য যে, ভাই তাকে মায়ের কাছে মাফ চাইতে বললেও সে চায়নি, এমতাবস্থায় সেই ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হলে গুনাহ হবে কিনা?

উত্তর

জ্বী, তার সাথে এমন আচরণ করতে হবে যেন সে বুঝতে পারে মায়ের সাথে খারাপ আচরণের কারণে তার সাথে এমন আচরণ করছে। এতে তার ফিরে আসার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে যদিঅন্য ভাইয়েরা কিছু দিন কথা না বলে থাকে তহালে সমস্যা নেই। তবে তাকে একেবারে বয়কট করে পরিস্থিতি আরো জটিল করা উচিৎ হবে না।  

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।