As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7353

প্রকাশকাল: 20 Sep 2025

প্রশ্ন

শায়েখ ব্যাংকে  টাকা ফিক্সড করে রাখলে তারা কিছু লাভ দেয় সেই লাভ কি গ্রহন করা যাবে?অনেকে বলে এটা সুধ হয়।কিন্তুু  ব্যাংকে টাকা ফিক্সড করতে গেলে তারা নির্দিষ্ট সময় দেয় ৩বছর, ৫ বছর এমন। তারা তো এই সময় আমার টাকা তাদের কাজে লাগায়, তাহলে কি এমন হচ্ছে না যে তাদের টাকা লাগানোর বিনিময়ে আমাকে লাভ দেয়। আর যদি না নেওয়া যায়  সেই  টাকা অন্য গরিব দুঃখীকে দিলে আমার পাপ হবে।দয়া করে আমার সব প্রশ্নের উত্তর দিলে উপকার হত।

উত্তর

ইসলামী শরীয়াহ ভিত্তিক পরিচালিত ব্যাংক হলে লাভ নেয় যাবে। তবে সুদভিত্তিক ব্যাংক হলে লাভ নেয়া জায়েজ হবে না, হারাম হবে। বিনা প্রয়োজনে সুদভিত্তিক ব্যাংকে টাকা রাখা যাবে না। কারণ তাতে হারাম কাজে সহযোগিতা হয়। বাধ্য হয়ে সুদভিত্তিক ব্যাংকে টাকা রাখলে লাভের সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরীব মানুষদের দিয়ে দিতে হবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।