As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7351

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 Sep 2025

প্রশ্ন

আমার নানির কোনো ছেলে নেই ২ টা মেয়ে। আমার খালা আমার নানিকে দেখে না কোনো খরচ দেয় না আমার আম্মুর উপরই সব দায়িত্ব। নানির ঔষধ এর পেছনে অনেক টাকা লাগে। আমার আব্বুরও কোনো কাজ নেই, সবসময় আর্থিক সমস্যা থাকে। এমতাবস্থায় আমার আম্মু ২-৩ বছর আগে নানির নামে একটু জমি ছিল সেটা বিক্রি করে টাকা ব্যাংকে রাখে সেখান থেকে যে পরিমান লাভ আাসে তা থেকে নানির ঔষধ খরচ চালায় আর বাকি টাকা গুলো যাকাত দিয়ে দেয়। এখন কি আম্মুর গুনাহ হবে এই অবস্থায় সুদ এর??

উত্তর

সুদের টাকা আবার যাকাত দেয় কীভাবে? এগুলো মূর্খতা। এই টাকাগুলো কোন ইসলামী ব্যাংকে রাখতে বলবেন। সেখান থেকে লভ্যাংশ নিয়ে তার খরচ চালাবেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।