আমি একজন কর্মজিবী নারী। সাতটার মধ্যে সকল কাজ শেষ করতে হয়।ফযরের নামায আদায় করার পর নামাযের বিছানায় বসে থেকে দোয়া কালাম পরে ইশরাকের নামায আদায় করতে গেলে কাজের দেরী হয়ে যায়। এ বস্থায় আমি নামাযের বিছানা থেকে উঠে দোয়া কালাম পরতে পরতে যদি কাজ করি এবং সময় হলে ইশরাকের নামায আদায় করি তবে নামায় আদায় হবে কি?