As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7349

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 Sep 2025

প্রশ্ন

আমার বাবার মৃত্যুর পর বাবার পেনশনের টাকা আমার মা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনায় রেখে সে লাভ ও কিছু বাসা ভাড়া আসে তা দিয়ে আমার মা, আমার ছোট ভাই, তার পরিবারসহ সংসার চালায়। উল্লেখ্য আমার ছোট ভাই তেমন কোন উপার্জন করে না, তবে সে চেস্টায় আছে। আমার মায়ের অল্প কিছু স্বর্ন আছে। যে টাকা উপার্জন হয় তা দিয়ে যা চলে আলহামদুলিল্লাহ। কিন্তু বছর শেষে কোন টাকাই বেশি থাকে না। এখত্রে তার যাকাত হবে কিনা আর হিসাব করে যাকাত আদায় করতে গেলে পেনশনের টাকা ভেঙ্গে যাকাত আদায় করতে হবে, সেখেত্রে তার সংসার চালান কষ্টকর হবে, তারপরেও আমার মা চেষ্টা করে যাকাত আদায় করতে। আমার মা বিষয়টা নিয়ে মানসিক ভাবে চিন্তায় আছেন। এখেত্রে আমাদের করনীয় কি?

উত্তর

আপনার বাবার মৃত্যুর পর তার টাকা পয়সা তার ওয়ারিশদের মাঝে বন্টন হবে। যে টাকাগুলো আছে সেগুলো আপনাদের মাঝে বন্টন হয়ে গেছে ধরে নিয়ে কার ভাগে কতটুকু এসেছে সেটা হিসাব করতে হবে। যদি কারো ভাগে যাকাতযোগ্য সম্পদ বা টাকা পয়সা আসে তাহলে তাকে যাকাত দিতে হবে। তখন ব্যাংক থেকে টাকা তুলে হলেও যাকাত দিতে হবে। ব্যাংকে থাকার অর্থ এই নয় যে, এই পুরো টাকার মালিক আপনর মা। বরং আপনার মা আট ভাগে এক ভাগের মালিক। প্রয়োজনে ফোন করবেন 01762629405 ( যে কোন দিন এশার পর)।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।