আমার বাবার মৃত্যুর পর বাবার পেনশনের টাকা আমার মা ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাপনায় রেখে সে লাভ ও কিছু বাসা ভাড়া আসে তা দিয়ে আমার মা, আমার ছোট ভাই, তার পরিবারসহ সংসার চালায়। উল্লেখ্য আমার ছোট ভাই তেমন কোন উপার্জন করে না, তবে সে চেস্টায় আছে। আমার মায়ের অল্প কিছু স্বর্ন আছে। যে টাকা উপার্জন হয় তা দিয়ে যা চলে আলহামদুলিল্লাহ। কিন্তু বছর শেষে কোন টাকাই বেশি থাকে না। এখত্রে তার যাকাত হবে কিনা আর হিসাব করে যাকাত আদায় করতে গেলে পেনশনের টাকা ভেঙ্গে যাকাত আদায় করতে হবে, সেখেত্রে তার সংসার চালান কষ্টকর হবে, তারপরেও আমার মা চেষ্টা করে যাকাত আদায় করতে। আমার মা বিষয়টা নিয়ে মানসিক ভাবে চিন্তায় আছেন। এখেত্রে আমাদের করনীয় কি?