একটি কসমের কাফফারা হল, দশজন গরীব মিসকীনকে দু বেলা তৃপ্তিসহ খানা খাওয়ানো। অথবা তাদের প্রত্যেককে এক জোড়া করে কাপড় দেওয়া। এ দুটির সমার্থ্য না থাকলে এক নাগাড়ে তিনটি রোযা রাখা।
যেহেতু আপনি ছাত্র যদি প্রথম দুটো হয়তো আপনার পক্ষে সম্ভব হবে না, তাই প্রতিটি কসম ভঙ্গের জন্য তিনটি করে রোজা রাখতে হবে।
গুনাহ থেকে বেঁচে থাকার সংকল্পের ক্ষেত্রে বান্দার দায়িত্ব হল বারবার কসম না করে বরং আল্লাহ তাআলার প্রতি অভিমুখী হওয়া এবং তার তাওফীক কামনা করা আর ভালো মানুষদের সাথে চলাফেরা করা।
আরো জানতে দেখুন:
https://www.alkawsar.com/bn/qa/answers/detail/1075/