As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7344

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 Sep 2025

প্রশ্ন

আমরা যদি ৬ মাসের জন্য একটা ব্যবসা করি তাহলে কি সেই ব্যবসার উপর যাকাত ফরজ হবে? আর ব্যবসায় ঋন নিয়ে ব্যবসা করলে যাকাত দেয়ার বিধান কি? ঋন বলতে বন্ধুর থেকে ধার নিয়ে। ব্যাংক থেকে নয়। যদি টাকা পরিশোধ না করি তাহলে কিভাবে যাকাত দিতে হবে?

উত্তর

বন্ধুর কাছ থেকে ধার নেয়া টাকা বাদে যদি আপনার মালিকানায় যাকাতের নেসাব পরিমাণ টাকা বা টাকার সম্পদ এক বছর থাকে তাহলে আপনার ওপর যাকাত ফরজ হবে, আপনাকে যাকাত দিতে হবে। টাকা পরিষোধ না করলে ঋন পরিমাণ টাকা আপনার যাকাতের হিসাব থেকে বাদ যাবে। ঐ টাকার যাকাত ঋন দাতা দিবেন।