As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7342

যাকাত

প্রকাশকাল: 7 Sep 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্‌। আমার প্রশ্ন হচ্ছে-
আমার বোন ও দুলা ভাই আমাকে ৫০০,০০০/- টাকা উপহার (গিফট) দিয়েছে। তারা আমাকে বলে ব্যাংকে একাউন্ট করে (সে একাউন্টের নমনী আমার ভাগ্নিকে করতে বলে) FDR করে রাখতে বলে। আমার নিজ স্বাধীন ভাবে সে টাকা ব্যবহার করতে পারবো না।
আত্নীয়তার সম্পূর্ক নষ্ট হবে, তাই তাদের মতের বিরোধীতা করতে পারছিনা। আমার প্রশ্ন হচ্ছে এই ৫০০,০০০/- টাকার যাকাত আমাকে কি দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই টাকার মালিক আপনি। সুতরাং স্বাধীনভাবে ব্যবহারের সুযোগ আপনার থাকতে হবে। এই বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করে সুরাহা করে নিন যে, যদি টাকার মালিক আপনি হন তাহলে আপনার স্বাধীনতা থাকা দরকার। যদি স্বাধীনভাবে ব্যবহারের সুযোগ না থাকে তাহলে তো আপনি পুরোপুরি মালিক নন। ব্যবহারের স্বাধীনতা থাকলে  যাকাত আপনি দিবেন। যদি তারা সম্মত না হয় তাহলে আপনি তাদেরকে বলবেন টাকা আপনাদের মালিকানায় রাখুন, যখন আমি স্বাধীণভাবে ব্যবহারের সুযোগ পাবো তখন যদি দিতে চান দিবেন। আপনি নিজ ইচ্ছায় যদি FDR করেন তাহলে যাকাত আপনাকে দিতে হবে।