আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্। আমার প্রশ্ন হচ্ছে-
আমার বোন ও দুলা ভাই আমাকে ৫০০,০০০/- টাকা উপহার (গিফট) দিয়েছে। তারা আমাকে বলে ব্যাংকে একাউন্ট করে (সে একাউন্টের নমনী আমার ভাগ্নিকে করতে বলে) FDR করে রাখতে বলে। আমার নিজ স্বাধীন ভাবে সে টাকা ব্যবহার করতে পারবো না।
আত্নীয়তার সম্পূর্ক নষ্ট হবে, তাই তাদের মতের বিরোধীতা করতে পারছিনা। আমার প্রশ্ন হচ্ছে এই ৫০০,০০০/- টাকার যাকাত আমাকে কি দিতে হবে?