As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7339

ঈমান

প্রকাশকাল: 6 Sep 2025

প্রশ্ন

ইসলামের দৃষ্টিতে অমুসলিমরা যদি মানবতার কল্যাণে ভালো কাজ করে, যেমন গ্রেটা থুনবার্গ ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছেন, তবে মুসলমানদের তাদের প্রতি দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত? দুনিয়া ও আখিরাতে তাদের অবস্থান কীভাবে বর্ণিত হয়েছে?

উত্তর আমাকে ইমেল করে জানালে খুশি হবো।

উত্তর

তিনি যে কাজ করছেন তার প্রশংসার দাবিদার। তবে  অমুসলিমরা পুণ্যের কাজ করলে, আল্লাহ তাদের ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেবেন। যেমন সুনাম, সুখ্যাতি, প্রাচুর্য, ক্ষমতা ইত্যাদি। আখেরাতে তাদের ভালো কাজ কোন কাজে আসবে না। আল্লাহ তায়ালা বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ ‘কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দ্বিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল হবে না এবং সে হবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।’ (সুরা আলে ইমরান, আয়াত ৮৫) وَ قَدِمۡنَاۤ اِلٰی مَا عَمِلُوۡا مِنۡ عَمَلٍ فَجَعَلۡنٰهُ هَبَآءً مَّنۡثُوۡرًا আর তারা ( কাফেররা দুনিয়ায়) যে কাজ করেছে আমি সেদিকে অগ্রসর হব। অতঃপর তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। সূরা ফুরকান, আয়াত ২৩ রাসূলুল্লাহ সা. বলেছেন, عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مُؤْمِنًا حَسَنَةً يُعْطَى بِهَا فِي الدُّنْيَا وَيُجْزَى بِهَا فِي الآخِرَةِ وَأَمَّا الْكَافِرُ فَيُطْعَمُ بِحَسَنَاتِ مَا عَمِلَ بِهَا لِلَّهِ فِي الدُّنْيَا حَتَّى إِذَا أَفْضَى إِلَى الآخِرَةِ لَمْ تَكُنْ لَهُ حَسَنَةٌ يُجْزَى بِهَا ‏”‏ ‏.‏ একটি নেকীর ক্ষেত্রেও আল্লাহ তা’আলা কোন মুমিন বান্দার প্রতি অত্যাচার করবেন না। বরং তিনি এর ফলাফল দুনিয়াতে দান করবেন এবং আখিরাতেও দান করবেন। আর কাফির লোক পার্থিব জগতে আল্লাহর উদ্দেশে যে সৎ ’আমল করে এর প্রতিদান স্বরূপ তিনি তাকে জীবিকা নির্বাহ করেন। পরিশেষে আখিরাতে প্রতিফল দেয়ার মতো তার কাছে কোন সৎ আমলই থাকবে না। সহীহ মুসলিম, হাদীস নং ২৮০৮।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।