As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7338

জায়েয

প্রকাশকাল: 6 Sep 2025

প্রশ্ন

আমার কাছে কিছু হারাম টাকা আছে যেটা আমাকে ব্যাংক থেকে শোধ দিয়েছে, এখন আমি ভাবতেছি এ টাকাগুলো মানুষকে দান করে দেব, তো এই টাকাগুলো আমি আমার বাসায় আলাদা করে রেখেছি ,যখন অন্য কাউকে দিতে হয় এখান থেকে দিয়ে দেই , যেমন মনে করুন আমি কোথাও 2000 হালাল টাকা দেব, কিন্তু ওই সময় হালাল টাকা হাতে থাকে না তাই হারাম টাকা থেকে 2000 টাকা দিয়ে দেই আর মনে মনে ভাবি যখন হাতে টাকা আসবে তখন হারাম টাকার মধ্যে রেখে দেব, কিন্তু নিয়ত থাকে ওইটা হালাল টাকা হিসেবে দিয়ে দিব, মাঝেমধ্যে হারাম হালাল এক টাকা চেঞ্জ করতে হয় আশা করি  আমার প্রশ্ন বুঝতে পেরেছেন, আমি নিয়ত ঠিক রেখে টাকাটা পরিবর্তন করি এতে কি হারামের মিশ্রন হবে?

 

উত্তর

এভাবে করলে হারাম টাকা থেকে এক ধরণের উপকার গ্রহন করা হচ্ছে। এটা ভাল মনে হচ্ছে না।  সুতরাং আপনি হারাম টাকাগুলো এখনই সওয়াবের নিয়ত ছাড়া অসহায়দের দিয়ে দিন। আর দান-সাদকাহ হালাল টাকা দিয়ে করুন। দান করার মত টাকা কাছে না থাকলে  যখন টাকা হাতে আসবে তখন দান করবেন।