As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7337

নামায

প্রকাশকাল: 13 Aug 2025

প্রশ্ন

জামাত মিস হওয়াতে মসজিদে একা ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করে নামাজ আদায় করছিলাম।কিছুক্ষণ পর আমি নামাজরত অবস্থায় কিছু মুসল্লি জামাতবদ্ধ হয়ে ঐ ওয়াক্তের ফরজ জামাত শুরু করে দিলেন। এখন আমি কি আমার নামাজ ছেড়ে দিয়ে তাদের সাথে জামাতে সামিল হবো নাকি আমি আমার মত সালাত আদায় করে নেবো?

উত্তর

এই অবস্থায় নামায না ভেঙে একাকী নামায শেষ করবেন। কারণ এটা মূল জামাত নয়।  তবে ভেঙে দ্বিতীয় জামাতে যোগ দিলেও নামায হয়ে যাবে।