জামাত মিস হওয়াতে মসজিদে একা ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করে নামাজ আদায় করছিলাম।কিছুক্ষণ পর আমি নামাজরত অবস্থায় কিছু মুসল্লি জামাতবদ্ধ হয়ে ঐ ওয়াক্তের ফরজ জামাত শুরু করে দিলেন। এখন আমি কি আমার নামাজ ছেড়ে দিয়ে তাদের সাথে জামাতে সামিল হবো নাকি আমি আমার মত সালাত আদায় করে নেবো?