As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7336

গুনাহ

প্রকাশকাল: 13 Aug 2025

প্রশ্ন


আমি একজন ১৯ বছর বয়সী বালক। আমার শরীরের ভয়ানক চাহিদা আছে, যা ইসলামের বিরুদ্ধে। আমার আশঙ্কা হয় নিজেকে নিয়স্ত্রন করতে না পেরে হয়তো আমি ভয়াবহ পাপে জড়িয়ে পড়বো।  তাই আমি জানতে চাই, আমি যদি নিজের জীবন শেষ করে দিই, তাহলে আমার পরকালের শাস্তি কি অনেক বেশি হবে??

উত্তর

জীবন শেষ করে দেয়া বা আত্মহত্যার কোন বৈধতা নেই। কোন অজুহাতেই এটা করা যাবে না। এর যে ভয়ানক শাস্তি তা কোন মানুষে পক্ষে সহ্য করা সম্ভব নয়। তখন ভুল বুঝতে পেরে কোন লাভ হবে না। সুতরাং এখনই সমস্যার সমাধাণ করতে হবে। আপনি বিয়ে করে নিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। বর্তমানে কাজের কোন অভাব নেই। আপনি বিয়ে করে সাধ্যমত একটা কাজ শুরু করে সংসার চালান। বাড়ি থেকে সমস্যা করলে দূরে কোথাও গিয়ে থাকবেন, পবিত্র জীবনজাপন করবেন।  নিয়মত জামাতে মসজিদে নামায আদায় করবেন। এলকার ভালো মানুষদের সাথে চলাফেরা করবেন। এ্যান্ড্রুয়েড ফোন একদম ব্যবহার করবেন না। নামাযের পর বেশী বেশী আল্লাহর কাছে দুআ করবেন, সব সমস্যার সমাধাণ হয়ে যাবে ইনশাআল্লাহ।