As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7234

হাদীস

প্রকাশকাল: 25 Mar 2025

প্রশ্ন

মহানবী মুহাম্মদ (সঃ) বলেনঃ “একদল তরুণের আবির্ভাব ঘটবে, যারা চিন্তায় হবে অপরিণত। তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু সবচেয়ে ঘৃণ্য কাজ করবে। তারা এত বেশি ধর্ম পালন করবে যে, যার ইবাদতের কাছে মুসলমানদের ইবাদত তুচ্ছ বলে মনে হবে। তারা মানুষকে কোরআনের কথা বলবে, কিন্তু তা হবে কেবল তাদের মুখের কথা। অর্থাৎ, তারা এর মর্মার্থ বুঝবে না, কেবল বেছে বেছে কিছু অংশ আওড়াতে থাকবে। এরাই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট।”
__বিশ্ব মানবতা, শান্তি ও মুক্তির দূত হযরত মুহাম্মদ (সঃ)
[সহিহ মুসলিম, চতুর্থ খন্ড, পৃষ্ঠা ৪০৭]

হাদিস কি সঠিক?

উত্তর

এই শব্দে একক কোন হাদীস সহীহ মুসলিমে নেই। কোন কোন গ্রন্থেও নেই।প