মহানবী মুহাম্মদ (সঃ) বলেনঃ “একদল তরুণের আবির্ভাব ঘটবে, যারা চিন্তায় হবে অপরিণত। তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু সবচেয়ে ঘৃণ্য কাজ করবে। তারা এত বেশি ধর্ম পালন করবে যে, যার ইবাদতের কাছে মুসলমানদের ইবাদত তুচ্ছ বলে মনে হবে। তারা মানুষকে কোরআনের কথা বলবে, কিন্তু তা হবে কেবল তাদের মুখের কথা। অর্থাৎ, তারা এর মর্মার্থ বুঝবে না, কেবল বেছে বেছে কিছু অংশ আওড়াতে থাকবে। এরাই সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট।”
__বিশ্ব মানবতা, শান্তি ও মুক্তির দূত হযরত মুহাম্মদ (সঃ)
[সহিহ মুসলিম, চতুর্থ খন্ড, পৃষ্ঠা ৪০৭]
হাদিস কি সঠিক?