ভুল যদি এরকম হয় যে, অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে এই ইমামের পিছনে আপনি বা অন্য কেউ নামায পড়তে পারবে না। তার পিছনে নামায সহীহ হবে না।
আর যদি অর্থ পরিবর্তন না হয়, তাহলে তার পিছনে নামায আদায় করা যাবে। তবে ভালো শুদ্ধ তেলাওয়াতকারী ইমামেরে পিছনে অন্য মসজিদে যদি নামায আদায় করা সহজ হয়, তাহলে সেখানে আদায় করা উত্তম।