As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7332

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 Jul 2025

প্রশ্ন

একজন লোক যার কুরআন তিলাওয়াত অশুদ্ধ , প্রত্যেক আয়াত এ ২,৩ টা করে অশুদ্ধ তিলাওয়াত করে । আমি সেটা জানি । এখন তার পিসোন নামাজ পড়তে পারব কি ?

উত্তর

ভুল যদি এরকম হয় যে, অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে এই ইমামের পিছনে আপনি বা অন্য কেউ নামায পড়তে পারবে না। তার পিছনে নামায সহীহ হবে না। আর যদি অর্থ পরিবর্তন না হয়, তাহলে তার পিছনে নামায আদায় করা যাবে। তবে ভালো শুদ্ধ তেলাওয়াতকারী ইমামেরে পিছনে অন্য মসজিদে যদি নামায আদায় করা সহজ হয়, তাহলে সেখানে আদায় করা উত্তম।