As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7331

শিরক-বিদআত

প্রকাশকাল: 23 Jul 2025

প্রশ্ন

السلام عليكم ورحمه الله وبركاته পরীক্ষার খাতায় শিরকি এবং কুফুরি কিছু লিখলে কি মুশরিক হয়ে যাবে?আর তা না হলে ফেল করার সম্ভাবনা থাকে তাহলে করণীয় ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পড়াশোনার ভিত্তি যদি হয় শিরক-কুফর তা হলে সে পড়াশোনা করা যাবে না, পরীক্ষাও দেয়া যাবে না। অনিচ্ছাকৃত শুধু লেখার দ্বারা কেউ কাফের-মুশরিক হবে না। তবে এই পড়াশোনা বাদ দেওয়া আবশ্যক। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন পড়াশোনার দরকার নেই।