As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7330

হালাল হারাম

প্রকাশকাল: 15 Jul 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
আমি অনেকদিন যাবৎ একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত, আমি ভালোবেসে একটা মেয়েকে বিবাহ করেছি, আমরা ২ জন ই বিয়ে করেছি নিজেরা নিজেরা কাজী অফিস এ গিয়ে, আমার ফ্যামিলি থেকে কেউ জানতো না, আর আমার বউ এর মা শুধু জানতো যে তার মেয়ে বিয়ে করতে যাচ্ছে, তার মায়ের সম্মতি ছিলো এই বিয়েতে, কিন্তু তার মা উপস্থিত ছিলো না। আমি আমার ২ টা প্রাপ্ত বয়স্ক ছেলে বন্ধুকে সাক্ষী হিসাবে রেখেছিলাম, এবং আমার বউ তার পরিচিত ২ জন পুরুষকে সাক্ষী হিসাবে রেখেছিল, কাজী আমাদের বিয়ে টা পড়ালো একবার করে কবুল বলায়ে
এখন আমি যেটা যানতে চাই
আমার ফ্যামিলি ও আমি হানাফি মাযহাব ফলো করে ইসলামিক নিয়ম নীতি পালন করি, এবং আমার wife এবং তার ফ্যামিলি আহলে হাদিস মাযহাব ফলো করে,এ খন আমি শুনেছিলাম হানাফি মাযহাব এর মতে ২ জন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে নিজেরা নিজেরা বিয়ে করলে সেটা কবুল হয়ে যাবে, আর আহলে হাদিস এর মত অনুসারে মেয়েদের জন্য বিয়ের সময় অলি না থাকলে হবে বিয়ে হবে না, আমি শুনেছিলাম যে যারা আহলে হাদিস অনুযায়ী আমল করে, তারা যদি হানাফী মাযহাব এর এই সব সুবিধার দিক গুলো অনুযায়ী কাজ করে তাইলে হবে না,
এখন আমি জানতে চাই,আমিতো হানাফী মাযহাব ফলো করি আর আমার বউ আহলে হাদিস ফলো করে,
এই সব কিছু বিবেচনা করে কি আমার বিয়ে টা সহীহ হয়েছে? আল্লাহর দরবারে কবুল হয়েছে? নাকি হয়নি? নাকি আমার আরেকবার সবাইকে নিয়ে বিয়ে করা উচিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।  আপনি যা শুনছেন তা সঠিকই। সুতরাং আপনার সবাইকে নিয়ে আরেকবার বিবাহ করে নিবেন। তাহলে কোন সংশয় সন্দেহ আর থাকবে না। চিন্তামুক্ত থাকতে পারবেন।