আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালেগ হবার পর থেকে আমার অনেক সালাত কাজা হয়েছে। উদাসীনতাবশত। এখন নিয়মিত সালাত আদায় করি। হিসাব করলে বিগত ছয় বছরে আমার প্রায় প্রতিটা ফজর এবং তার চেয়ে কম অন্যান্য ওয়াক্তের সালাত আদায় করা হয়নি। এগুলোর কাজা কীভাবে করতে হবে? একবারে সব ফজর, সব যুহর এভাবে? এছাড়া, কাযা সালাত কি ওয়াক্তের ফরজের আগে আদায় করা যাবে?