As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7328

নামায

প্রকাশকাল: 15 Jul 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালেগ হবার পর থেকে আমার অনেক সালাত কাজা হয়েছে। উদাসীনতাবশত। এখন নিয়মিত সালাত আদায় করি। হিসাব করলে বিগত ছয় বছরে আমার প্রায় প্রতিটা ফজর এবং তার চেয়ে কম অন্যান্য ওয়াক্তের সালাত আদায় করা হয়নি। এগুলোর কাজা কীভাবে করতে হবে? একবারে সব ফজর, সব যুহর এভাবে? এছাড়া, কাযা সালাত কি ওয়াক্তের ফরজের আগে আদায় করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। নিষিদ্ধ ওয়াক্তগুলো বাদে যে কোন সময় কাজা সালাত আদায় করা যাবে। ওয়াক্তের ফরজের আগেও যাবে। আপনাকে কাজাগুলো আদায় করতে হবে, যে নিয়মেেই হোক না কেন। সহজ নিয়ম হলো আপনি প্রতি ওয়াক্তর সময় ঐ ওয়াক্তের কিছু কাজা নামায আদায় করবেন। এভাবে আদায় করতেই থাকবেন, যতক্ষণন না আপনার ধারণায় প্রবল হবে যে, কাযা নামায আর নেই।