As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7327

জায়েয

প্রকাশকাল: 15 Jul 2025

প্রশ্ন

পল্লী বিদ্যুতের জনৈক ঠিকাদার দীর্ঘ ১০ বছর বা তার অধিককাল আগে আমার অফিস ক্যাম্পাসের সীমানায় ২টি স্টীলের খাম্বা ফেলে রেখে চলে যায়। বর্তমানে খাম্বা ২টি উক্ত ঠিকাদার কর্তৃক আর খোঁজ নেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তাছাড়া খাম্বা ২টির বিভিন্ন জায়গায় এখন ক্ষয়প্রাপ্ত হয়ে ব্যবহার অনুপোযোগী হয়ে গেছে। এমতাবস্থায়, খাম্বা ২টি বিক্রি করে প্রাপ্ত টাকা কোন মসজিদে প্রদান করা যাবে কিনা?

উত্তর

না, ঐ খাম্বা সেখানেই থাক। মসজিদের জন্য খাম্বা বিক্রির দরকার নেই।