As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7326

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Jul 2025

প্রশ্ন

যোহরের ৪ রাকাআত সুন্নতে কি ৪ রাকাতেই অন্য সূরা মিলাতে হবে নাকি শুধু প্রথম ২ রাকাআত এ পড়লেই হবে আর পরের ২ রাকাআত এ শুধু সূরা ফাতিহা পড়লে কি নামাজ হবে?

উত্তর

সুন্নাত ও নফল নামাযের প্রতি রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়া ওয়াজিব। সুতরাং যোহরের সুন্নাতের চার রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়তে হবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।