As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7326

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Jul 2025

প্রশ্ন

যোহরের ৪ রাকাআত সুন্নতে কি ৪ রাকাতেই অন্য সূরা মিলাতে হবে নাকি শুধু প্রথম ২ রাকাআত এ পড়লেই হবে আর পরের ২ রাকাআত এ শুধু সূরা ফাতিহা পড়লে কি নামাজ হবে?

উত্তর

সুন্নাত ও নফল নামাযের প্রতি রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়া ওয়াজিব। সুতরাং যোহরের সুন্নাতের চার রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা পড়তে হবে।