বর্তমানে আমি ঢাকায় একটি বেসরকারী কোম্পানিতে চাকুরী করছি। এখানে আমি যা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে ২০-২৫ বছর চাকুরী করে যা ইনকাম করতে পারবো এরচেয়ে আমি (ইংল্যান্ড/আয়ারল্যান্ড) গিয়ে MBA করে সেখানে ৮-১০ বছর চাকুরী করে দেশে আসলে তারচেয়ে বেশি আয় করা সম্ভব। এরপর দেশে এসেও চাকুরী বা ব্যবসায় করা যাবে। এক্ষেত্রে বিদেশ যাওয়া কি উচিত হবে?