As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7324

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Jul 2025

প্রশ্ন

বর্তমানে আমি ঢাকায় একটি বেসরকারী কোম্পানিতে চাকুরী করছি। এখানে আমি যা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে ২০-২৫ বছর চাকুরী করে  যা ইনকাম করতে পারবো এরচেয়ে আমি (ইংল্যান্ড/আয়ারল্যান্ড) গিয়ে MBA করে সেখানে ৮-১০ বছর চাকুরী করে দেশে আসলে তারচেয়ে বেশি আয় করা সম্ভব। এরপর দেশে এসেও চাকুরী বা ব্যবসায় করা যাবে। এক্ষেত্রে বিদেশ যাওয়া কি উচিত হবে?

উত্তর

না, বিদেশে যাওয়া উচিত হবে না। সেখানে আপনি ধর্ম পালনের যথেষ্ট সুযোগ বাংলাদেশের মতো পাবেন না। ইচ্ছা করলেও মসজিদে গেয়ে জামাতে নামাযের সুযোগ পাবেন না। হয়তো সেখানে মসজিদ থাকবে না, অথবা চাকুরীর কারণে অফিস থেকে বের হতে পারবেন না। পর্দা পুরোপুরি মেন চলতে পারবেন না। পাপের পরিবেশে থাকতে হবে।  সুতরাং এসব দিকে লক্ষ্য করে দেশে যেহেতু জীবন ধারণের ভাল ব্যবস্থা আছে তখনে বিদেশে যাওয়া ঠিক হবে না।