আমার আব্বু আম্মু একদিন অনেক ঝগড়ার সময় আম্মু রাগের মাথায় আব্বুকে বললো, “আমাকে তালাক দে” আম্মু এ কথা অনবরত বলতেই থাকলো আব্বু বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় রাগের মাথায় বললো “দিনু(অর্থ দিলাম) চলে যা যায়” তিনি তালাক শব্দ উচ্চারণ করেন নি। তাহলে কি তালাক হয়ে গেছে কেউ তো মুখে তালাক দেয় নি আবার মন থেকে ও তালাক দেয় নি।