As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7322

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 13 Jul 2025

প্রশ্ন

আমার আব্বু আম্মু একদিন অনেক ঝগড়ার সময় আম্মু রাগের মাথায় আব্বুকে বললো, “আমাকে তালাক দে” আম্মু এ কথা অনবরত বলতেই থাকলো আব্বু বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় রাগের মাথায় বললো “দিনু(অর্থ দিলাম) চলে যা যায়” তিনি তালাক শব্দ উচ্চারণ করেন নি। তাহলে কি তালাক হয়ে গেছে কেউ তো মুখে তালাক দেয় নি আবার মন থেকে ও তালাক দেয় নি।

উত্তর

জ্বী, তালাক হয়েছে। তালাক চাওয়ার জবাবে বলেছেন “দিনু”। বিষয়টি স্পষ্ট, সুতরাং এখানে নিয়তের প্রয়োজন নেই। তবে প্রশ্নে যা লিখেছেন যদি শুধু এতটুুকু ঘটে তাহলে বিবাহ ছাড়াই আপনার আব্বা আপনার আম্মাকে ফিরিয়ে নিতে পারবেন। কারণ এক তালাকে “রজয়ী” হয়েছে। ভবিষ্যতে যেন এমন আর না হয়। এখন করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে স্থানীয় একজন ভাল আলেমের সাথে কথা বলবেন। আপনার আম্মাকে চরিত্র পাল্টাতে হবে। স্বামীর সাথে এই ভাষায় কথা বলার অধিকার তার নেই।