আমি একটি গেম কোম্পানির সাথে যুক্ত। গেমটা খেলার জন্য ঘন্টা হিসেবে টাকা দেয়। গেম টা প্রচার এর জন্য এই টাকা দেয়। গেমটি থেকে পাওয়া টাকা কি হালাল হবে। গেমটির নাম Off The Grid।
উত্তর জানালে উপকৃত হবো।
উত্তর
না, হালাল হবে না। গেইম বা খেলাধূলা করে উপার্জন করা শরীয়াহর দৃষ্টিতে বৈধ নয়।