এক জোড়া (দেখতে চামড়ার জুতার মতো, দোকানি জুতাগুলোকে চামড়ারই বলেছেন) জুতা কেনা হয়েছে,যেটার ব্যাপারে দোকানি বলেছেন যে, সেটা নাকি চায়না থেকে আনা। চীনের জুতা যেহেতু, নিশ্চিত করে বলা যায় না এগুলো হালাল চামড়ার তৈরি নাকি। এই মুহূর্তে তাহলে কী করা উচিৎ?
উত্তর
আপনার যদি এই সন্দেহ হয় যে, হালাল চামড়া নাকি হারাম, তাহলে সে জুতা আপনি পরতে পারবেন না। হারামের সন্দেহ নিয়ে কোন কিছু ব্যবহার করা যাবে না। মানুষ ও শুকরের চামড়া ব্যাতীত সকল প্রাণীর চামড়া শোধন করার দ্বারা পবিত্র হয়ে যায়। সুতরাং মানুষ ও শুকরের চামড়া ব্যতিত যে কোন পশুর চামড়া দ্বারা তৈরী জুতা পরতে সমস্যা নেই।