As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7319

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Jul 2025

প্রশ্ন

ইদানিং অনেকেই শহরে স্থায়িভাবে বসবাস করেন এবং সেখানেই মৃত্যুবরন করেন,  মৃত্যুর পর পরিবারের লোকজন, সহজে কবর জিয়ারত করার উদ্দেশ্যে বা বেশি লোকের কবর জিয়ারতের সোয়াব লাভের  উদ্দেশ্য  শহরের পাবলিক কবরস্থানে কবর দেন এবং কিছু সময় পর সেই কবরগুলোর উপর নতুন কবর দেওয়া শুরু হয়, কিন্তু দেখা যায় প্রায় সকলের ই গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থান রয়েছে। সেক্ষেত্রে কোনটি করলে কবরবাসির ও পরিবারের লোকদের জন্য বেশি ভালো হবে?

উত্তর

শহরে মারা গেলে কোন সমস্যা না থাকলে শহরে কবর দেয়া ভালো। যেখানে মারা যায় সেখানে কবর দিবে, এটাই সাধারণ নিয়ম। অনেক সময় জায়গার সমস্যা বা অন্য কোন সমস্যার কারণে গ্রামে নিয়ে যায়, এতে সমস্যা নেই। শহরের কবস্থানে যেহেতু মানুষ জিয়ারাত-দোয়ার জন্য বেশী আসে, সে হিসেবে শহরে কবর দেয়ার সুযোগ থাকলে শহরে কবর দেয়া বেশী ভালো হবে।