ইদানিং অনেকেই শহরে স্থায়িভাবে বসবাস করেন এবং সেখানেই মৃত্যুবরন করেন, মৃত্যুর পর পরিবারের লোকজন, সহজে কবর জিয়ারত করার উদ্দেশ্যে বা বেশি লোকের কবর জিয়ারতের সোয়াব লাভের উদ্দেশ্য শহরের পাবলিক কবরস্থানে কবর দেন এবং কিছু সময় পর সেই কবরগুলোর উপর নতুন কবর দেওয়া শুরু হয়, কিন্তু দেখা যায় প্রায় সকলের ই গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থান রয়েছে। সেক্ষেত্রে কোনটি করলে কবরবাসির ও পরিবারের লোকদের জন্য বেশি ভালো হবে?