আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, এখানে কোন কোন আত্মীয় কে বুঝানো হয়েছে?
উত্তর
সব ধরণের আত্মীয়কে বুঝানো হয়েছে। রক্ত সম্পর্কীয়, বৈবাহিক সম্পর্কীয় এবং যে কোন আত্মীয় হোক না কেন, সম্পর্ক ছিন্ন করা যাবে না।
আবূ যর (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
‘‘তোমরা অচিরেই মিশর বিজয় করবে। যেখানে ক্বীরাতের (দিরহাম ও দীনারের অংশ বিশেষ) প্রচলন রয়েছে। যখন তোমরা তা বিজয় করবে তখন সে এলাকার অধিবাসীদের প্রতি দয়া করবে। কারণ, তাদের সাথে নিরাপত্তা চুক্তি ও আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। অথবা হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কারণ, তাদের সাথে নিরাপত্তা চুক্তি ও আমার শ্বশুর পক্ষীয় আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সহীহ মুসলিম,হাদীস নং ২৫৪৩।