কুরবানির গরুতে একভাগ আকিকা দেওয়া যাবে?ছেলের জন্য।ধরুন ভাগ ৫ টি। ৪ ভাগ কুরবানির জন্য, ১ ভাগ আকিকার জন্য। আর সেই আকিকার গোস্ত নিজেরা খাওয়া যাবে?
উত্তর
একই পশুতে আকীকা ও কুরবানী দেয়া সুন্নাত নয়। আদৌ জায়েজ হবে কিনা তা নিয়ে ফকীহ-আলেমদের মধ্যে মতভেদ আছে। হানাফী আলেমগণ জায়েজ বলেছেন। সুতরাই বিতর্কের বাইর গিয়ে আলাদা আলাদা পশু দ্বারা কুরবানী ও আকীকা দেয়া উচিৎ।