আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মুহতারাম আমি বিবাহিত আমার একটি মেয়ে বাচ্চা আছে। আমার অফিস থেকে মসজিদ হেঁটে গেলে মোটামুটি পাঁচ সাত মিনিট দূরে। আমি যে কোম্পানিতে কর্মরত আছি সেখানে আমার বস তিনি আমাকে বলেছেন অফিসে নামাজ পড়তে, অফিসে তেমন কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ।সেক্ষেত্রে এখন আমি যদি একা একা অফিসে নামাজ পড়ি, আমার কি নামাজ আদায় হবে? আমি প্রতিদিন যোহরের নামাজ লাঞ্চ টাইমে মসজিদ গিয়ে নামাজ আদায় করি। কাজের বেশি চাপ থাকলে আসর , মাগরিব নামাজ অফিসে পড়ি আর মাঝে মাঝে কাজের চাপ কম থাকলে মসজিদে যাই। এর আগে আমার বস আমাকে কয় একবার বলেছে আমি তারপরেও এ ভাবে নামাজ আদায় করি এখন তাদের কথা অনুযায়ী আসর এবং মাগরিবের নামাজ নিয়মিত অফিসে পড়তে হবে। তবে একটা বিষয়ে আমি একা একা নামাজ পড়লে তেমন নামাজের গুরুত্ব থাকেনা। অনেক সময় নামাজ পড়তে লেট হয়। কেমন জানি মনে হয় নামাজ পড়ি নাই। এদিকে আর্থিক ভাবে পারিবারিক চাপে আছি এখন আমার কি চাকরি টা ছেড়ে দেয়া উচিত হবে?