ভিজা শরীরের কোনো এক জায়গায় নাপাক লাগলে কি পুরো শরীর নাপাক হয়ে যায়
উত্তর
না,পুরো শরীর নাপাক হবে না, তবে ভিজা শরীরে নাপাক লাগলে শরীরের অন্যত্র নাপাক দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশী থাকে। সুতরাং সাধান হতে হবে, দ্রুত পবিত্র হতে হবে। যে সব স্থানে ছড়িয়েছে বলে মনে হয় সেই স্থানগুলোও ভাল করে পবিত্র করতে হবে।