আসসালামু আলাইকুম, আত্মীয়দের মধ্যে কেউ যদি মাজার বা দরগায় যায় সেখানে গিয়ে নামাজ দোয়া জিকির ইত্যাদি পরে এবং মৃত ব্যক্তিকে যদি মিডিয়া বানায় তাহলে এই আত্মীয়দের সালাম দেওয়া যাবে কিনা ?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। এগুলো স্পষ্ট শিরক। তারা যেন শিরক থেকে ফিরে আসে, সে জন্য সাধ্যমত চেষ্টা করবেন। তবে তারা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিলে সালাম দেওয়া যাবে।