As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7308

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 Jun 2025

প্রশ্ন

ক্বোরবানীর গোস্ত কি সমান তিনভাগে ভাগ করা ওয়াজিব? তিনভাগের দুইভাগ বন্টন করা কি জরুরী?

উত্তর

না, কুরবানীর গোশত তিন ভাগে ভাগ করা ওয়াজিব নয়, মুস্তাহাব। তিন ভাগের দুইভাগ বন্টন করা জরুরী নয়। তবে কুরবানীর উদ্দেশ্য এটা নয় যে, সব গোশত নিজেরা রেখে দিতে হবে। আত্মীয়দেরকে, গরীবদেরকে দেয়ার জন্য কুরআনে বলা হয়েছে। যতটা সম্ভব বেশী দান করতে হবে।