As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7304

ঈদ কুরবানী

প্রকাশকাল: 27 May 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমাদের যৌথ পরিবার, আমরা ৩ ভাই ও বাবা সকলেই রোজগার করি। সকলেরই আলাদা ভাবে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে।কিন্তু আমরা ২ নামের পক্ষ থেকে গরু কোরবানি দেই ও তা বাবা ও মায়ের পক্ষ থেকে।এতে কি আমাদের কোরবানি হবে?

আমাদের কি চার ভাগ দিতে হবে? চার ভাগ -ই কি নিজ নিজ পক্ষ থেকে দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু আপনারা চার জনই কুরবানী দেয়ার সামর্থ্য রাখেন তাই চারজনকেই আলাদা কুরবানী দিতে হবে। গরু দিলে চার ভাগ নিতে হবে, ছাগল দিলে চারটি ছাগল দিতে হবে। যদি মায়ের পক্ষ থেকে কুরবানী দিতে চান তাহলে আরো একভাগ যোগ করে মোট পাঁচ ভাগ নিতে হবে। চার জনের কুরবানী দুই ভাগে দেয়া যথেষ্ট নয়।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।