As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7298

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 24 May 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মোজা পরিধান করলে টাকনু ঢেকে যায়, এবং সেইফটি সু (জুতা) পরিধান করলেও টাকনু ঢেকে যায় এতে কি গুনাগার হবো? বিকল্প মোজা/জুতা পরিধানের ব্যাবস্থা নেই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি মোজা নিয়ে ভুল চিন্তায় আছেন।  মোজায় টাখনু ঢাকবে এটাই তো স্বাভাবিক।  মোজা বা জুতাতে টাখনু ঢাকলে সমস্যা নেই। এমনকি মোজা যদি টাখনু না ঢেকে তাহলে ঐ মোজার ওপর মাসেহ করাও জায়েজ হবে না। টাখনু ঢাকার নিষেধাজ্ঞা হলো পরিধেয় বস্ত্রের ক্ষেত্রে, মোজার ক্ষেত্রে নয়।  পরিধেয় বস্ত্র তথা লুুঙ্গি, পাজামা, প্যান্ট, পান্জাবী, জামা এগুলো টাখনুর নীচে পরা যাবে না।