As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7297

নামায

প্রকাশকাল: 24 May 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি সৌদি আরবে থাকি। এখানে মিশরীয় ও ইয়েমেনি এবং আরো অন্যান্য দেশের লোকও বাস করে। তারা ওযু করার সময় পা ধুয় না শুধু মোজার উপর মাসেহ করে ডিউটি চলাকালীন সময়। যদিও সেখানে পা ধৌত করার পর্যাপ্ত ব্যাবস্থা আছে। এবং তারা কোনো নামাজে সুন্নাতে মুয়াক্কাদা আদায় করে না শুধু ফরজ আদায় করে এবং প্রস্রাব করার পর ঠিকভাবে পবিএ হয় না। এবং খুব দ্রুত সালাত আদায় করে। তারা দাঁড়ী রাখে না। বলতে গেলে বেশিরভাগ সুন্নতই বর্জন করে চলে সবসময়।

আমার প্রশ্ন হলো, এ ধরণের ব্যাক্তিদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? তাদের পেছনে নামাজ পড়ার চেয়ে যদি অন্য কোনো জামাতের ব্যাবস্থা না থাকে তাহলে একা একা ধীরে ধীরে সালাত আদায় করা উত্তম হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইমাম যদি এমন হয়, তাহলে খুবই দঃখজনক। যদি ইমামের পবিত্রতা অর্জন নিয়ে আপনার সংশয় দেখা দেয়, বিশেষ করে প্রস্রাবের পর পবিত্রতা অর্জন নিয়ে তাহলে একা একা নামায আদায় করবেন। অন্যান্য ক্ষেত্রে ইমাম সাহেবের সাথে জামাতে নামায আদায় করবেন। জামাতে নামায ত্যাগ করা যাবে না। ইমাম ফাসেক বা গুনাহার হলেও জামাতেই নামায আদায় করতে হবে। আপনি চেষ্টা করবেন স্থানীয় কোন মসজিদে ভালো ইমামের পিছনে নামায আদায় করার জন্য।