আমি সাউন্ড লাইট এবং লজিস্টিক এর ব্যবসা করি। আমাকে প্রায় ৯০% প্রোগ্রাম করতে গান বাজনার। যেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকে না । আমি যে ব্যবসা করি সেটা কি হালাল নাকি হারাম?
উত্তর
যে ব্যবসার ৯০% কাজই হারামে ব্যবহৃত হয়, সেটা যে ভালো কাজ নয়, এটাতো স্পষ্ট। স্বচ্ছ ও সুন্দর সন্দেহমুক্ত আয়ের উৎস খুঁজে বের করুন। এমন ব্যবসা করুন যেটা মানুষের কল্যানে প্রয়োজন।