আসসালামু আলাইকুম
আমি প্রবাসে থাকি। কুরবানির ঈদে সামর্থ্য অনুযায়ী অর্থ পাঠাই বাবার কাছে কুরবানির জন্য। আমার অন্য দুই ভাইও সামর্থ্য অনুযায়ী বাবাকে অর্থ দিয়ে থাকেন কুরবানির সময়। এতে বাবা এক ভাগে নিজের কুরবানি আদায় করে থাকেন আলহামদুলিল্লাহ।
আমি প্রবাসে থাকি। এখানে আমার দুই কাজিন ভাই থাকে তাদের ফ্যামিলি সহ। প্রতি কুরবানির ঈদে তারা নিজ নিজ কুরবানি দিয়ে থাকে ছাগল বা দুম্বা দিয়ে। যেহেতু একই এলাকায় থাকা হয় তাই কুরবানির পশু জবাই থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবাই একসাথে কাজ করে থাকি। এখন কাটাকাটি শেষে তারা আমাকে কিছু গোশত দেয় সাথে কিছু অর্থও বকশিস হিসেবে দেয়। এখন গোশত ও বকশিস গ্রহন করা আমার জন্য ঠিক হবে কিনা?