As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7293

ঈদ কুরবানী

প্রকাশকাল: 21 May 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম

আমি প্রবাসে থাকি। কুরবানির ঈদে সামর্থ্য অনুযায়ী অর্থ পাঠাই বাবার কাছে কুরবানির জন্য। আমার অন্য দুই ভাইও সামর্থ্য অনুযায়ী বাবাকে অর্থ দিয়ে থাকেন কুরবানির সময়। এতে বাবা এক ভাগে নিজের কুরবানি আদায় করে থাকেন আলহামদুলিল্লাহ।

আমি প্রবাসে থাকি। এখানে আমার দুই কাজিন ভাই থাকে তাদের ফ্যামিলি সহ। প্রতি কুরবানির ঈদে তারা নিজ নিজ কুরবানি দিয়ে থাকে ছাগল বা দুম্বা দিয়ে। যেহেতু একই এলাকায় থাকা হয় তাই কুরবানির পশু জবাই থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সবাই একসাথে কাজ করে থাকি। এখন কাটাকাটি শেষে তারা আমাকে কিছু গোশত দেয় সাথে কিছু অর্থও বকশিস হিসেবে দেয়। এখন গোশত ও বকশিস গ্রহন করা আমার জন্য ঠিক হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এখানে অর্থ বখশিস নিবেন, কাজ করেছেন সে হিসেবে আর গোশত নিবেন আত্মীয় সে হিসেবে। এভাবে টাকা-পয়সা ও গোশত নিতে কোন সমস্যা নেই। প্রবাসে এভাবেই একে অপরের সহযোগিতা করবেন। আপনার এবং আপনার ভাইদের প্রত্যেকের যদি এককভাবে কুরবানী দেয়ার সামর্থ্য থাকে তাহলে প্রত্যেকে আলাদা করে কুরবানী দিবেন।