আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা মারা গেছেন। দাদার সম্পত্তি রেখে গেছেন। সেখান থেকে আমার বাবার ভাগে ২২ বা ২৩ শতাংশ জমি পাবো আমরা এইটা ফুফুদের ভাগসহ ফুফুদের ভাগ বাদ দিলে আমরা হয়তো আরো দুই তিন শতাংশ কম পাব অর্থাৎ আমরা হয়তো ১৭-১৮ শতাংশ পেতে পারি। আর আমি নিজে একটা চাকরি করি ছোটখাটো সেখানে যা বেতন পায় মাস শেষে আমার কোন টাকা অবশিষ্ট থাকে না। শুধুমাত্র এই পাঁচ মাসে আমার সঞ্চয় হয়েছে বিশ হাজার টাকা। আর বাদবাকি যত বেতন পাই বোনাসসহ সব খরচ হয়ে যায়।
আমার বউয়ের ছয় ভরি স্বর্ণ আছে । এখন আমার বা আমার বউয়ের উপর যাকাত বা কোরবানি ওয়াজিব হয়েছে কিনা বা ফরজ হয়েছে কিনা সেটা জানতে চাই? দাদার জমি ভাগ হয়নি, কিন্তু আমরা আমাদের ফুফুদের ভাগ সহ ওই ২২-২৩ শতাংশ ভোগ করছি।
স্বর্ণের দাম বেশি থাকলেও কি ওই নিসাব পরিমাণ ৭.৫ ভরিই?
এখন তো স্বর্নের দাম অনেক বেশি। এখনো কি ৭.৫ ভরিতেই নিসাব হবে?