As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7290

ঈদ কুরবানী

প্রকাশকাল: 21 May 2025

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা মারা গেছেন। দাদার সম্পত্তি রেখে গেছেন। সেখান থেকে আমার বাবার ভাগে ২২ বা ২৩ শতাংশ জমি পাবো আমরা এইটা ফুফুদের ভাগসহ ফুফুদের ভাগ বাদ দিলে আমরা হয়তো আরো দুই তিন শতাংশ কম পাব অর্থাৎ আমরা হয়তো ১৭-১৮ শতাংশ পেতে পারি। আর আমি নিজে একটা চাকরি করি ছোটখাটো সেখানে যা বেতন পায় মাস শেষে আমার কোন টাকা অবশিষ্ট থাকে না। শুধুমাত্র এই পাঁচ মাসে আমার সঞ্চয় হয়েছে বিশ হাজার টাকা। আর বাদবাকি যত বেতন পাই বোনাসসহ সব খরচ হয়ে যায়।
আমার বউয়ের ছয় ভরি স্বর্ণ আছে । এখন আমার বা আমার বউয়ের উপর যাকাত বা কোরবানি ওয়াজিব হয়েছে কিনা বা ফরজ হয়েছে কিনা সেটা জানতে চাই? দাদার জমি ভাগ হয়নি, কিন্তু আমরা আমাদের ফুফুদের ভাগ সহ ওই ২২-২৩ শতাংশ ভোগ করছি।

স্বর্ণের দাম বেশি থাকলেও কি ওই নিসাব পরিমাণ ৭.৫ ভরিই?
এখন তো স্বর্নের দাম অনেক বেশি। এখনো কি ৭.৫ ভরিতেই নিসাব হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার ওপর কুরবানী ওয়াজিব হয় নি। আপনার স্ত্রীর যদি ৬ ভরি স্বর্ণ ছাড়া যাকাতযোগ্য অন্য কোন সম্পদ না থাকে তাহলে তার  ওপরও কুরবানী ওয়াজিব হয় নি, যাকাত ফরজ হয় নি। শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভরির কম থাকলে যাকাত ফরজ হবে না। তবে কুরবানী ওয়াজিব না হলেও সম্ভব হলে দেয়ার চেষ্টা করবেন। কারণ এটা অনেক সওয়াবের এবং এই ইবাদাতের ঐতিহ্যও পরিবারে প্রতিষ্ঠিত হওয়া দরকার।