As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7288

জায়েয

প্রকাশকাল: 20 May 2025

প্রশ্ন

অনেক আলিম বলেন যে বাথরুমে যাওয়ার সময় মাথায় টুপি না দিলে মাকরুহ হবে, বিষয়টা সত্য কিনা জানতে চাই? হাদিসে কোন নির্দেশনা আছে কিনা?

উত্তর

রাসূল সা. থেকে এই বিষয়ে সহীহ কোন হাদীস পাওয়া যায় না। দূর্বল হাদীসে পাওয়া যায় যে, রাসূল সা. টয়লেটে যাওযার সময় মাথা ঢেকে রাখতেন।   তবে আবু বকর রা. থেকে সহীহ বর্ণনা আছে। فعن عُرْوَة ، عَنْ أَبِيهِ : ” أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ، قَالَ ، وَهُوَ يَخْطُبُ النَّاسَ : ” يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ ، اسْتَحْيُوا مِنَ اللهِ ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إنِّي لأظل حِين أَذْهَبُ إلَى الْغَائِطِ فِي الْفَضَاءِ ، مُغَطّيًا رَأْسِي اسْتِحْيَاءً مِنْ رَبِّي ” رواه ابن المبارك في ” الزهد ” (1/107) ، وابن أبي شيبة في “المصنف” (1/105) . وإسناده صحيح . উরওয়া (রহ.) তার বাবা জুবায়ের (রা.) থেকে বর্ণনা করেন যে, একবার আবু বকর সিদ্দিক (রা.) লোকদের উদ্দেশ্যে খুতবা দিতে গিয়ে বলেন, লোকসকল! তোমরা আল্লাহ তাআলার সাথে লজ্জা বজায় রাখ। ওই সত্ত্বার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই আমি যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য লোকালয় থেকে দূরে যাই তখন আমি আমার রবের থেকে লজ্জাবনত হয়ে মাথা ঢেকে নিই। মুসান্নাফে ইবনে আবী শায়বা, ১/১০৫। সনদ সহীহ। সুতরাং বাথরুমে মাথা ঢাকা মুস্তাহাব, ভালো কাজ, পছন্দনীয় কাজ।। তবে খুলে গেলে  গুনাহ হবে না।